দিরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১২ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৮:১৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
তেল, গ্যাস, চাউলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দিরাই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন।
শনিবার সকালে দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতার বক্তব্য রাখেন। পরে দিরাই বাজারে লিফলেট বিতরণ করা হয়।