দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দোহার-নবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০২:৩৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে দোহার-উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও জয়পাড়ার বাজার এলাকায় লিফলেট করেন ঢাকা জেলা ও উপজেলা বিএনপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির আহ্বায়ক মেছের খান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান পান্নু মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি সম্পা ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বিএনপির নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। জনগণের উপর দ্রব্যমূল্য চেপে বসেছে সে জন্য বিএনপি কর্মসূচি দিয়েছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ কর্মসূচি। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।