দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০১:৪৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে লিফলেট বিতরণ, হাট সভা ও পথ সভা করেছে জামালপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল থেকে জামালপুর পৌরসভার ১৬টি বাজার এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি বাজারে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন পথ সভায় বলেন, এই আওয়ামীলীগ সরকারের কাছে দাবি জানিয়ে কোন লাভ নেই। এই সরকার মানুষের ভোটে নির্বাচিত কোন সরকার নয়। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই মানুষের কষ্ট বুঝে না। আগামী দিনে গণতন্ত্র পুন:উদ্ধার আন্দোলনে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সফিউর রহমান সফি, সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম ও জেলা বিএনপির সদস্য আব্দুস সামাদ ছানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।