ফেনীতে যুবলীগ নেতার বাড়ি থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় মোহাম্মদ বদরুল আলম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও এর সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এস আই মোতাব্বির হোসেন, এ এস আই আবুল কালাম ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪.৩০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিক্রেতাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে উত্তর ডুমুরুয়া গ্রামের ফেনী সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর টিনশেট বসতঘরে অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিল এবং ০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত বসত ঘরের সামনে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী দৌড়িয়ে পালিয়ে যায়। এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।