নিশি রাতের সরকারকে হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যুবদলকে প্রস্তুত নিতে হবে - নিরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৮ পিএম, ১০ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:১৪ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব বলেছেন, নিশি রাতের সরকারকে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যুবদলকে প্রস্তুত নিতে হবে। কেননা এই জুলমবাজ, অবৈধ সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেনি। তাই তারা জনগণের কথা ভাবে না। তারা ব্যবসায়ী সিন্ডিকেটের তাবেদারী করে। দেশের মানুষ আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে। তখন সরকারের মন্ত্রীরা তা নিয়ে উপহাস করছে। তাই এই সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল বৃদ্ধির প্রতিবাদে খুলনা বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি শহিদুল্লাহ তালুকদার। খুলনা জেলা যুবদলের সভাপতি শামিম কবীরের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, কেন্দ্রীয় যুবদল নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, মহানগর যুবদলের সভাপতি মাহবুব আলম পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার যুবদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।