ঝিকরগাছায় মিথ্যা মামলায় কারাদন্ডপ্রাপ্ত ৪ টি পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা মিজান খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ পিএম, ১০ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যশোরের ঝিকরগাছায় মিথ্যা মামলায় যাবজীবন কারাদন্ডপ্রাপ্ত ৪ বিএনপি কর্মীর পরিবারের দেখা করেন যশোর জেলা বিএনপি নেতা আলহাজ¦ মিজানুর রহমান খাঁন।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী দীর্ঘদিন ধরে জেলহাজতে থাকা ফারুক হোসেন, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম ও আব্দুল গফুরের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেয়াসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন মদন, এনামুল হক, কাউন্সিলর গোলাম কাদের বাবলু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।