চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ১০ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চাল, ডাল, তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (৯ মার্চ) চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু'র সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এস,এম গালিব ইমতেয়াজ নাহিদ।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শরিফুল আলম বিলাশ, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, প্রচার সম্পাদক মাবুদ সরকার সহ ৯টি ইউনিটের আহবায়ক এবং সদস্য সচিবেরা সমাবেশে বক্তব্য প্রদান করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।
সমাবেশে প্রধান অতিথি গালিব ইমতেয়াজ নাহিদ দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, 'জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দ্রব্যমূল্য ক্রমন্বয়ে লাগামহীন হয়ে পড়বে এবং দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। সংকট থেকে পরিত্রাণের একমাত্র পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক জনগণের সরকার প্রতিষ্ঠা করা। ভোটারবিহীন সরকার জনদুর্ভোগের মূল কারণ।'