দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
"দিপ্ত শপথে অঙ্গিকার, রুখতে হবে স্বৈরাচার' প্রতিপাদ্যকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ নির্বাচন কমিশন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখা।
আজ বুধবার বেলা ৩ টা থেকে বৈকাল ৬টা পর্যন্ত কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু ও সাংগঠনিক সম্পাদক শাহিন জোয়াদ্দার। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন আবু সাইদ জাকারিয়া উৎপল।
এর আগে ছয় উপজেলার ১১ ইউনিটের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তারা জানান, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার কোনভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এজন্য এখনই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। অবৈধ সরকারের কারণে দেশের মানুষ আজ শান্তিতে নেই।