ফেনীতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:১০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীতে আজ বুধবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল কতৃক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার জাহান রুমি, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুজিবর রহমান মুজিব, সদর থানা সদস্য সচিব বেলাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম ভুঁইয়া, দাগুন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী গোলাম রসুল, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন ও সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনসুর সবুজ।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারনে আজ দেশের মানুষ নাভিশ্বাস হয়ে উঠেছে, অবিলম্বে দ্রব্যমুল্য কমিয়ে দিয়ে দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়ার দাবি জানান এবং দাগুন ভুঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মন্জু উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবী জানান এবং ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পিনুর নিঃশর্ত মুক্তি দাবি জানান। সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মফিজূর রহমানের ফেনী ।