ঈশ্বরগঞ্জে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১২:০২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা উত্তর যুবদলের সদস্য আরমান শরীফের উপর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের সভাপতি শামছুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব।
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো: আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, গত ৫ মার্চ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচীতে অংশ গ্রহন শেষে বাসায় ফেরার পথে জেলা উত্তর যুবদলের সদস্য আরমান শরীফের উপর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আরও বলেন, সারা দেশে যুবলীগ-ছাত্রলীগের এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। সেই সাথে অবিলম্বে যুবদল নেতার উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।