বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বক্তারা
টিসিবির ট্রাকে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন বলে দেয় দেশের প্রকৃত অবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:২৯ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
‘সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কয়েকগুন বেশিতে উঠেছে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম। তাই গরিব ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। টিসিবির ট্রাকে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন বলে দেয় দেশের প্রকৃত অবস্থা’।
চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
সংগঠনের জেলা কমিটির আহবায়ক মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে শহরের নবাববাড়ি সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির যুগ্ম আহবায়ক সরকার মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, অ্যাড একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী বেলাল, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার, এম এ রাজ্জাক সুমন, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, রাকিবুল ইসলাম শুভ, জামিনুর হাসান শাওন, সুজন ফকির, রতন, ফয়সাল রহমান শুভ,মিজানুর রহমান মিজান, আসিফ মাহমুদ, রাহিম, মামুন, সজিব। আরও উপস্থিত ছিলেন, অ্যাড. হাসিব, নাইস,সিহাব, সিপন, শাহিবুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ।