জামালপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৫০ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার (৯ মার্চ) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো: নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ না খেয়ে দিন যাপন করছে। মূল্য বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে অচিরেই পদত্যাগ দাবী করেন বক্তারা।