তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২২ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০২:২২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের ১৬ তম কারাবন্দী দিবস উপলক্ষে কুষ্টিয়া শহর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মজমপুরস্থ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু সহ শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পরিচালনা করেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মিয়ারুল ইসলাম দুলাল।