ছাতকে মেয়র পরিবারে ২১ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৪ পিএম, ৮ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৩২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছাতকে ২১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বর্তমান পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরীসহ ৬ সহোদরের। বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষ বারবার তাগিদ দিলেও আদায় হচ্ছেনা বিল। র্দীঘদিন ধরে দেই দিচ্ছি বলে সময়ক্ষেপণ করছেন তারা। ফলে বিপুল পরিমান টাকা সরকারে কোষাগারে জমা হচ্ছেনা।
বিদ্যূৎ অফিস সুত্রে জানাযায়, ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী ৮০ লক্ষ ৫শ ৪৮ টাকা, মেয়রের ছোট ভাই শামিম চৌধুরী ৩ টি একাউন্টে ২ লাখ ৬০ হাজার, ৬ শ ১৩ টাকা, সেলিম চৌধুরী’র ২ লাখ,৩ হাজার ৩ শ ৪১ টাকা, শাহিন চৌধুরীর ১ লাখ ৫ হাজার ৩ শ ৯০ টাকা, জামাল চৌধুরী’র দুটি একাউন্টে ৫ লাখ ৬৯ হাজার ২ শ ৭৮ টাকা, কামাল চৌধুরী’র ৮ লক্ষ ৪৬ হাজার ৯শ ১৫ টাকা। এভাবে মেয়র পরিবারের মোট ২১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। লাখ লাখ টাকা বিল হলেও মামলা হয় না। আমরা সাধারণ জনগণ ১০ হাজার টাকার বিল হলে লাইন বিচ্ছন্ন করাসহ মামলা টুকে দেয়া হয়।
মেয়র কালাম চৌধুরী জানান, আমাকে অতিরিক্ত বিল দেয়া হচ্ছে,যা সঠিক নয়, মিটারে সমস্যা রয়েছে। এ কারনেই বিল দেয়া হচ্ছেনা। ২১ লাখ টাকার বিলের বিষয়ে আমি অবগত নই। বিক্রয় ও বিপনন বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতক এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দ্বায়িত্ব) আব্দুল রাজ্জাক জানান, বিদ্যুৎ আদালত সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আনোয়ারুল হক গত মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। এ সময় গ্রাহকেরা একদিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের অঙ্গিকার করেন। তবে ৬ জনের মাঝে দুটি একাউন্টে ৪ লক্ষ টাকা পরিশোধ করেছেন। বাকী টাকা বকেয়া রয়ে গেছে। যারা টাকা দেবেনা তাদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে।