আওয়ামী লীগ সরকার জনগণকে নিয়ে উপহাস করছে - ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের কষ্টের টাকা আজ বিদেশে পাচার হচ্ছে। আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটতরাজ করছে। সরকার জনগণকে নিয়ে উপহাস করছে। সরকার বলে জিনিস পত্রের দাম বাড়লে নাকি কোন সমস্যা নেই। এই সরকার জনগণের সরকার না বলেই সাধারণ মানুষ নিয়ে কোন চিন্তা করে না।
গতকাল ৬ মার্চ রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ারেছ আলী মামুন আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১৩ বছর ক্ষমতায় থাকাকালীন দেশে অর্থনেতিক অবস্থা অচল হয়ে পড়েছে। এই ১৩ বছরে বিদেশে প্রায় ১০ লক্ষ টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের মানুষ আজ হাহাকার করছে, সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, চাল, ডাল, গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে দিন দিন বেড়েই চলেছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমান সরকার এর কোন ব্যবস্থা গ্রহণ করছে না। সরকার জনগণকে নিয়ে উপহাস করছে। সরকার বলে জিনিস পত্রের দাম বাড়লে নাকি কোন সমস্যা নেই। তিনি আগামী দিনে নির্দলীয় সরকারের অধীনে যে কোন আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী ও যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।