বাগেরহাট জেলা ছাত্রদলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৪৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সরকারের লাগামহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে সরকারের পেটোয়া পুলিশ ও ছাত্রলীগের হামলায় ভন্ডুল হয়ে যায় মিছিলটি। এ সময় বেশ কিছু ছাত্রদল নেতাকর্মীকে আটক করে পুলিশ এবং হামলায় আহত হন বেশ কয়েক নেতাকর্মী।
আজ রবিবার বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জুবায়ের বাবু এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল সহ অন্যান্য নেতৃবিন্দ।
উক্ত মিছিল থেকে গ্রেফতার হয়েছেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, ফকিরহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক রাকিব।
আহত হয়েছেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, সদর উপজেলার আহবায়ক নিয়ামুল কবির রাহুল, মোড়েলগন্জ উপজেলার আহ্বায়ক আবু সালেহ, শরনখোলা উপজেলার আহবায়ক মামুন গাজী, মোড়েলগন্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সজল, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা মুন্সি, মোড়েলগন্জ উপজেলার যুগ্ম আহবায়ক সোহেল দেওয়ান, সোহেল তালুকদার, তারেক সরদার, মাহমুদুর রহমান মিথুন, সদরের যুগ্ম আহবায়ক শেখ আলামিন প্রমূখ।