কুষ্টিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:৩০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে গ্যাস, তেল, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (৫ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপি'র আহবায়ক বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব এর পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, শহর মহিলা দলের সভাপতি সুলতানা আফ্রিদি শিল্পী, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান, জিয়ারখী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকী, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহাসিন আলী,আলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম, পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ ছাদ আহমেদ, আইলচারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী জোয়াদ্দার, মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হায়াত আলী বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ.কে বিশ্বাস বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান জাহিদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ (মেম্বার), সদর উপজেলা বিএনপির সদস্য প্রফেসর ইউসুফ আলী, এস,আর শিপন, ইউনুস আলী, সোনাউল্লাহ, সদর উপজেলা যুব দলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, যুগ্ন-আহবায়ক ইসাহক আলী জোয়াদ্দার, যুগ্ন আহবায়ক মতিউর রহমান লিটন, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাজী আনিচুর রহমান, যুগ্ন আহবায়ক আইনউদ্দিন, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, ছাত্র আইন ফোরামের কুষ্টিয়া জেলার আহ্বায়ক আহমেদুর রহমান রাব্বি, সদর উপজেলা যুব দলের অন্যতম সদস্য বাবর আলী, আব্দুল বারী বাদশাহ, সদর উপজেলা যুব দলের সদস্য শাহিনুর রহমান শাহিন, হুমায়ন আহম্মেদ সহ জেলা মহিলাদল সদর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।