দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অংশগ্রহন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৮ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নিশিরাতের অবৈধ সরকারের সর্বগ্রাসী দূর্নীতিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অংশগ্রহন। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও মুন্সিগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাজেদুল ইসলাম রুমন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক- খায়রুল ইসলাম সজীব, সিনিঃ যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, জেলা ছাত্রদল নেতা কায়েস আহমেদ পল্লব, শফিকুল ইসলাম, জুয়েল আরমান, শরিফ হোসেন মানিক, মুরাদ হাসান, নাজমুল, ওমর হোসেন, ফারুক, জেনি, সাঈদ রেজা, শাহাদাত, রিয়াদ আহমের, শাকিল আহমেদ, ইয়াসিন আরাফাত, মনির হোসেন, আঃ রহমান মুন্না, সুমন, মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাওন শাকিল, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাহিদ হাসান ভুইয়া, সদস্য সচিব মাসুম বিল্লাহ, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভুইয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়ের রহমান জিকু, সদস্য সচিব মোবারক হোসাইন, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, তারাবো পৌরসভার আহবায়ক রাজিব হাসান, সদস্য সচিব নাবির প্রধান, কাঞ্চন পৌরসভার আহবায়ক পাভেল মিয়া, সদস্য সচিব তন্ময় হাসান, আড়াইহাজার পৌরসভার আহবায়ক সুমন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী।