আলকরণ ওয়ার্ডে লিফলেট বিতরণে আবুল হাশেম বক্কর
কৃত্রিম সংকটে দাম বাড়াচ্ছে সরকারের অনুগত ব্যবসায়ী সিন্ডিকেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৪৬ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, সরকারের অনুগত ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে সকল প্রকার জিনিসের দাম বাড়িয়েছে। অযৌক্তিক এই মূল্য বৃদ্ধির পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে। অবৈধ সরকার বলে তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের নাভিশ্বাসে কোন পদক্ষেপ নিচ্ছে না। দেশকে গভীর সংকটে ফেলে এই সরকার গণদুশমনে পরিণত হয়েছে।
আজ রবিবার দুুপুরে সর্বগ্রাসী দুর্নীতি ও বাজার সিন্ডিকেটসহ আওয়ামী অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষে জনসচেতনতা সৃষ্টিতে আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে রিয়াজ উদ্দিন বাজারে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মত আর একটি পাতানো নির্বাচনের নীলনকশা শুরু করেছে। দলীয় কোন সরকারের অধীনে বিএনপি আর কোন নির্বাচনে অংশ নিবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন-অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্ম থেকে সরকার পতনের আন্দোলন করতে হবে। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে সব শ্রেণি পেশার মানুষের জীবন রক্ষা এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।
এসময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মসম্পাদক আলী মর্তূজা খান, সদরঘাট থানা যুবদলের সদস্য সচিব মো. রাশেদ, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর জাফর রাহুল, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন অভিসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
আলকরন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মিয়ার সভাপতিত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, শাহ আলম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিএনপি নেতা আবদুল বাতেন, সালাউদ্দিন লাতু, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম, কোতোয়ালী থানা বিএনপির সি. যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার, যুগ্ম সম্পাদক আবুল কালাম, নগর যুবদলের সম্পাদক নূর হোসেন উজ্জল, সালাউদ্দিন, মোহাম্মদ বেলাল, মেজবাহ উদ্দিন মিন্টু, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, মহানগর শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, এস এম আজিম, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ রিয়াদ, জানে আলম বাচা, মোহাম্মদ জাহেদ, কামরুল কুতুবীী, মোহাম্মদ সাইফুল, আবু সালেহ আবিদ, মাঈন উদ্দিন, মাঈন উদ্দিন রজিব প্রমূখ।