শরীয়তপুরে ছাত্রদল নেতা পান্থ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৪ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৮:২৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
'তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির' প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ রবিবার বেলা ১২ টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া এলাকায় এ কর্মসূচি করা হয়।
পরে শরীয়তপুর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পান্থ তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক পারভেজ খান, নড়িয়া উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক রোমান হাওলাদার, দপ্তর সম্পাদক কাওসার মাহমুদ, ছাত্রদল নেতা ইমাম মোল্যা, আমির মোল্যা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন কোনো পণ্য নেই যার দাম ১০ থেকে ২০ টাকা বাড়েনি। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানাচ্ছি। আর জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। নচেৎ ছাত্র জনতা দূর্বার আন্দোলনের কর্মসূচি শুরু করবে।