ঈশ্বরদীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:০৩ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৫ মার্চ) দুপরে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে সমাবেশ অনষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সুজন, যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, যুবদলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, নয়ন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকি। সরকারের সর্বব্যাপী ব্যর্থতা, সর্বগ্রাসী দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা।
তারা বলেন, দেশে চরম দুঃশাসন কায়েম হয়েছে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার ও আওয়ামী লীগ জনগণের রক্ত চুষে খাচ্ছে। দেশ আজ মাফিয়া-বাজিগরদের কবলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেভাবে পারছে সিন্ডিকেট করে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি করছে, আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
অবিলম্বে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে তারা বলেন, যে সরকার জনগণের দুর্ভোগ সৃষ্টি করে জনজীবন বিপর্যস্ত করছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই।
মন্ত্রীদের লাগামহীন বক্তব্যের তীব্র সমালোচনা করে তারা বলেন, জনগণের দুঃখ দুর্দশা নিয়ে তারা উপহাস করছে। জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় নাই, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আওয়ামী নেতাকর্মীদের। তারা দেশ-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে।
এসময় ঈশ্বরদী বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।