পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৫৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
সারা দেশে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে উপজেলা বিএনপি’র উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৫ মার্চ) বিকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে চত্তরে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে বর্তমান সরকারের ব্যার্থতা তুলে ধরে অবিলম্বে দ্রব্য মুল্য হ্রাসের দাবী জানান।