ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০১:৩৪ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠি চার্জ করা হয়েছে।
গতকাল শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে থেকে উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীনের নেত্বতেৃ বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় প্রথমে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ব্যারিকেড দিয়ে বাঁধা প্রদান করে হরিপুর থানা পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে উপজেলা থানা মোড় পর্যন্ত বিক্ষোভ সমাবেশ নিয়ে গেলে হরিপুর থানা ওসি তদন্ত আমিরুল ইসলাম ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশে বাধা প্রদান করে৷
এক পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ পুলিশের তোপের মুখে পড়ে আবারো দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য হয়৷ ফিরে গিয়ে দলীয় কার্যলয়ে বক্তব্য দেন, হরিপুর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল হাসনাত ডন। বিক্ষোভ সমাবেশ শেষ করে বিএনপির নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে দলীয় কার্যালয়ের সামনে তাদের কে মোটরসাইকেল সহ আটক করে শার্টের কলার ধরে ধাক্কাধাক্কি ও লাঠিচার্জ করে হরিপুর থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, ১ নং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম, হরিপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, হরিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, হরিপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল হাসান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ৷
হরিপুর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে কেন্দ্রীয় প্রোগ্রাম হিসেবে বিক্ষোভ কর্মসূচিতে আমরা ব্যানার নিয়ে শান্তিপূর্ণ ভাবে সারাদেশের ন্যায় হরিপুর উপজেলায় বিক্ষোভ কর্মসূচী বের করি৷ আমাদেরকে যেখানে পুলিশ বাধা দেয়, পারে সেখান থেকে ফিরে এসে আমরা দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করি৷ বিক্ষোভ ও প্রতিবাদ সভা শেষে যখন আমাদের দলীয় নেতাকর্মীরা বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন তাদেরকে রাস্তায় আটক করে পুলিশ লাঠিচার্জ শুরু করে৷
অপরদিকে, ভিডিও ধারণ করায় শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছেন নুর ইসলাম ও মিজান নামে দুই সাংবাদিক। তবে, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন মিছিলে কোনো লাঠিচার্জ করা হয়নি