নরসিংদীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৮ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০১:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যের সর্বত্র পন্য সরবরাহের দাবীতে নরসিংদীর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
গতকাল শনিবার (৫ মার্চ) বিকালে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদীর শহর বিএনপির সভাপতি আলহাজ্ব এ.কে.এম.গোলাম কবির কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবীর খোকন।
নরসিংদীর শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদীর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদীর শহর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, নাহিদ, সুমন চৌধুরী তুষারসহ জেলা বিএনপি, শহর বিএনপির ও বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
বিএনপি নেতারা অবিলম্বে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যের সর্বত্র পন্য সরবরাহের দাবী জানান। এই দাবী আদায় না হলে রাজপথে অন্দোলন অব্যাহত থাকবে বলেও হুশিয়ারী দেন।