বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শেরপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (০৫মার্চ) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ খেজুরতলাস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতারা।
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা।
বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবার রহমান হারেজ, শহিদুল ইসলাম বাবলু, পিয়ার হোসেন পিয়ার, হাসানুল মারুফ শিমুল, রফিকুল ইসলাম মিন্টু, স্বাধীন কুমার কুন্ডু, মোস্তাফিজুর রহমান নিলু, মহিলা দল নেত্রী নাছরিন আক্তার পুটি, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, আইয়ুব আলী,আব্দুল মমিন, তরিকুল ইসলাম সম্রাট, আমজাদ হোসেন, সজীব সরদার, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ কাউসার কলিন্স, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা ছাত্রদলের জাকারিয়া হোসেন বাকী, রাফি আল আমিন, পলাশ,পান্ত প্রমুখ।
পরে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নিত্য পণ্যের দাম কমানো না হলে সরকার পতনের আন্দোলন জোরদার করা হবে হুঁশিয়ারি দেয়।