শায়েস্তাগঞ্জে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর পৌর বিএনপির সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন।
গতকাল শনিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে পৌরসভাধীন পূর্ব লেনজাপাড়া এলাকায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক মোঃ করম আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আ স ম আফজল আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র এম এফ আহমেদ অলি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ এজেএম জাহিদ হোসেন,সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিম প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ এ জে এম জাহিদ হোসেন বলেন- ভোট চুরি করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। আগামী দিনের সংগ্রাম, গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রাম।
সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, জেলা যুবদল নেতৃবৃন্দ, কৃষকদল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দসহ শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে কাউন্সিলে সুপার ফাইভ কমিটিতে একাধিক প্রার্থী না থাকায় ৫ জনকে দিয়ে পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন পৌর বিএনপি কাউন্সিলের নির্বাচন কমিশনার মঈনুল হাসান রতন।
কমিটিতে এম এফ আহমেদ অলিকে সভাপতি, আ স ম আফজল আলীকে সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক, মোঃ ছমির আলীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান শাকিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ##