শাজাহানপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৫:১৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৫ মার্চ) বিকেল ৫ টায় মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড: সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন, আজিজুর রহমান বিদ্যুৎ, হারেজ উদ্দিন, সাখাওয়াত হোসেন, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড: রহিমা খাতুন মেরী, আশেকপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইদ্রিস আলী সাকিদার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আজাদ, চোপীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল হাই সিদ্দিকী রনি, গোহাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, আড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, মাদলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান শামীম, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাবেক যুগ্ম-আহবায়ক শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক আজাদুর রহমান আজাদ, উপজেলা মহিলাদল নেত্রী কোহিনুর আক্তারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু শাহীন সানি।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি যে কর্মসূচি দিয়েছে সারাদেশের মানুষ তা সাদরে গ্রহণ করেছে। এ কারণেই বিএনপির কর্মসূচিতে সারাদেশে জনতার ঢল নেমেছে। খুব শ্রীঘ্রই অবৈধ সরকার পতনের ডাক আসবে। সেই ডাকে শহীদ জিয়ার সৈনিকদের সাথে গণমানুষ রাজপথে নেমে এসে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় বসিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করে বাড়ি ফিরবে।