গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৬:২৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুর সদর, শ্রীপুরের পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অসহনীয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ মার্চ) সকালে মাওনা চৌরাস্তার বিএনপির কার্যালয়ে শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক এড. কাজী খান ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুণ কবির সরকার,শাহজাহান চঞ্চল, পৌর বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, উপজেলা সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মোল্লা,বিএনপি নেতা ইজ্জত আলী ফকির, নঈমুউদ্দিন ফকির, আব্দুল বাতেন সরকার, আলমগীর হোসেন,হাজী মহসিন,মোবারক হোসেন তুহিন, মাহমুদুল হাসান আলাল,নাসির উদ্দিন মৃধা, শ্রমিকদল নেতা আমানউল্লাহ আমান,মিজানুর রহমান, ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজন।
এদিকে বিকেল চারটায় উপজেলার টেংরা বাজার বিএনপি অফিসে শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান ফকির ও সদস্য সচিব আক্তারুল আলম মাষ্টারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আফাজ প্রধান, সামসুউদ্দিন সিকদার, আবু জাফর সরকার, মিনহাজ উদ্দিন সরকার, আবুল বাশার সরকার, জমির উদ্দিন পুলিশ অবঃ জহিরুল ইসলাম লিটন, আবুল কালাম আজাদ, আবু সাঈদ মাষ্টার, রফিকুল ইসলাম আকন্দ, জিয়াউর রহমান জুয়েল, তরিকুল ইসলাম প্রমুখ।
অপরদিকে গাজীপুর সদর বিএনপি বিকেল চারটায় সদর উপজেলার মির্জাপুর বাজারে সদর বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লি সদস্য সচিব জয়নাল আবেদিন রিজভীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক ফজলুল হক মুসল্লি, সদস্য সচিব বদিউল আলম বাদল, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহবায়ক ইসলাম উদ্দিন, সদস্য সচিব নুরুল আমিন মাস্টার, পিরোজালী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজিম বেপারী সদস্য সচিব ডিএম আজাহার, সদর যুবদল নেতা মজিবুর রহমান,এমারত মুসল্লি, সেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।