পাঁচবিবিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:২৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারের দূর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অফিস চত্বরে আজ শনিবার বিকেলে এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম।
প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও পাঁচবিবি ডিগ্রী কলেজের (অবঃ) অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট প্রমুখ।
এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।