ভেড়ামারায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৩ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১২:৫৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, তৃনমৃল রাজনীতির প্রবর্তক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, তেল গ্যাস বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকে ১২দিন ব্যাপী কর্মসূচি ঘোষনা করেছে, আজ ৫ই মার্চ সারাদেশের প্রতিটি উপজেলায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা বিএনপির সভাপতি জনাব শিহাবুল ইসলাম শিহাবের সভাপতিত্বে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র অ্যাড তৌহিদুল ইসলাম আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম বিশু, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জানবার হোসেন (চেয়ারম্যান), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস), মোকারমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রব, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ বকুল, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহেদুর রহমান রন্জু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, ভেড়ামারা পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মকলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিনারুল ইসলাম মিনু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিক মালিথা, যুবনেতা সোহেল রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ময়েনউদ্দীন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মতিউর রহমান নিজামী, কুষ্টিয়া জেলা মহিলা দলের আইন বিষয়ক সম্পাদীকা অ্যাডভোকেট জমিরন খাতুন জ্যামি, জেলা মহিলাদলের সদস্য ও পৌর মহিলাদলের সাধারন সম্পাদিকা সাবেক কাউন্সিলর ডলি খাতুন, উপজেলা মৎস্যজীবীদলের সাধারন সম্পাদক সাচ্চু বিশ্বাস, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আবরার শাহরিয়ার জামান, উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এসএম রানা আহাম্মেদ, আলতামাস আসলাম নিউটন, ভেড়ামারা সরকারি কলেজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সদস্য জনি আহম্মেদ, মোঃ প্রত্যাশা করিম, ভেড়ামারা পৌর ছাত্রদলের পক্ষ থেকে মোঃ সুলতান আলী, নাসিফ শাহরিয়ার আলিফ, জেলা ছাত্রদলের সদস্য আল আমিন, ছাত্রনেতা মোঃ বিল্লাল হোসেন, সোহেল রানা, পৌর কৃষকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন প্রমুখ।
এছাড়া ভেড়ামারা উপজেলা, পৌর বিএনপির অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তেব্যে বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ, সারাদেশে নিরবে ৭৪এর দূর্ভিক্ষ চলছে, সাধারন জনগনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে জনগনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সময় এসেছে জনগনের অধিকার আদায়ের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল জনগনকে রাজপথে নেমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। বিএনপির চেয়ারপার্সন, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানানো হয়।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন বিগত পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও ভেড়ামারা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মোঃ শামীম রেজা।