চাটমোহরে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পাবনার চাটমোহর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ শনিবার (৫ মার্চ) বিকেল ৪টায় সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম এর বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পুলিশের বাধা অতিক্রম করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় সাবেক এমপির বাসভবনে ফিরে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রী বিক্রির দাবিতে সারাদেশে ১১ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাটমোহর উপজেলা বিএনপি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আঃ রহিম কালু।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুগ্ন আহবায়ক আঃ কুদ্দুস আলো, সাবেক মেয়র প্রফেসর আব্দুল মামান্ন, নুরুল করিম আরোজ খান, আব্দুল আজিজ জোয়াদ্দর, লিখন বিশ্বাস, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, রেজাউল সরকার, ফারুক হোসেন, আসাদুজ্জামান লেবু, লিখন, ফুল চাদ সোহেল রানা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে। দেশে এখন বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নেই। বর্তমান দেশে দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশের সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবারের মানূষ হতাশা ভোগ করছে।
বক্তারা আরো বলেন, আগামী রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।