সরকার ১৩ বছর ধরে লুটপাট করছে, এরা লুটেরা সরকার : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আজ দেশে কোন বৈধ সরকার নেই। বৈধ সরকার ছাড়া একটা দেশ পরিচালিত হতে পারে না। অবৈধ সরকার সাধারন মানুষের দুঃখ কস্ট বুঝে না বলেই আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের উর্ধ্বগতি।
আজ সাধারণ মানুষের অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। এদিকে সরকারের কোন নজর নেই। দেশকে ধ্বংস করতেও তারা পরোয়া করে না। এ সরকার ১৩ বছর ধরে লুটপাট করছে এরা লুটেরা সরকার। আমরা বিএনপি জনগণের দল হিসেবে আমাদের কর্তব্য হলো নিজেদের সংঘঠিত করা। যেন দেশে এই অবৈধ সরকারকে বাদ দিয়ে একটা বৈধ সরকার প্রতিষ্ঠিত করা যায়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য রাজপথে আমাদের আন্দোলন, সংগ্রাম ছাড়া কোন রাস্তা নেই।
তেল, পানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুর সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেছেন।
আজ শনিবার (৫ মার্চ) সদর উপজেলার তিতপল্লা বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির আহবায়ক সফিউর রহমান সফির সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।