ঈশ্বরগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৭ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ মার্চ) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল সদস্য আরমান শরিফ, জাহিদুল হক স্বপন, উপজেলা যুবদল সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদল আহবায়ক ফরহাদ আহাম্মেদ, যুগ্ম আহবায়ক রনি রহমান, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।