ফরিদগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র টানা ১১ দিনের কর্মসূচীর ৪র্থ দিনে সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশি বাধা উপেক্ষ করে ফরিদগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর পক্ষ থেকে কেন্দ্রীয় এই কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র সভাপতি বিল্লাল কোম্পানী, যুগ্ম সাধারন সম্পাদক হারুন পাঠান, এমএ টুটুল পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলি আজগর লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক পেয়ার আহমেদ তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাওন পাঠান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন আহমেদ, রাশেদ আলম, সুজন আখন্দ, হোসেন পাটওয়ারী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী বলেন, আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে অচিরেই অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পাবে ইনশাল্লাহ। তিনি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে নেয়ার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মীবৃন্দ।