ভৈরবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চাল ডাল, তেল চিনি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভৈরব উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মৎসজীবি দল সহ সকল অঙ্গ সংগঠনের উদ্দোগে আজ শনিবার সকাল ১১ টায় ভৈরব আইস কোং বেকারীর সামনে থেকে শুরু হয়ে ভৈরব শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে পৌর শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
মিছিলের শ্লোগান তেলের দাম কমাইয়া দে নইলে গদি ছাইড়া দে, গ্যাসের দাম কমাইয়া দে নইলে গদি ছাইড়া দে।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক হাজী মোঃ শাহীন, সদস্য সচিব ভিপি মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি সাইফুল হক, দৈনিক দিনকালের ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হুসেন সুজন, সদস্য সচিব উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আল মামুন, স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার আহবায়ক নিয়াজ মোর্শেদ আঙ্গুর, সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হুসেন মামুন, সদস্য সচিব মীর রাজন, উপজেলা ছাত্রদের আহবায়ক রেজোয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্রদলের আহবায়ক হিসাম রহমান, সদস্য সচিব মুকিত আবদুল্লাহ ফারুকী, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক, মোঃ হামি, সদস্য সচিব আক্তারুজ্জামান আকাশ।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক আদিলুজ্জামান দুলাল, সদস্য সচিব মোবারক হুসেন, পৌর শ্রমিক দলের আহবায় সিয়াম আহমেদ, সদস্য সচিব আব্দুর রউফ। উপজেলা মৎসজীবি দলের সভাপতি মোবারক হুসেন মোবা, পৌর মৎসজীবি দলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবুল মিয়া।
বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে পৃথক ভাবে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।