তেরখাদায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৭ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৮ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার তেরখাদা উপজেলা বিএনপির দ্রব্য মূল্যের অব্যাহত ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল ও সমাবেশে খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন।
অন্যানদের মাঝে বিক্ষোভে উপস্থিত ছিলেন, তেরখাদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম লাকু, তফসির ফকির, শেখ লালিম, মোঃ বিল্লাল মেম্বার, তারেক রেজা, গোলজার আলম, ইমদাদুল হক টনি, ফেরদাউল, ইমদাদ, বাহারুল, জাহিদ শেখ, নাইম শেখ, মোঃ রাব্বি শিকদার, ফজলে রাব্বি, আরিফ শেখ, দেলোয়ার, পারভেজ মেম্বার, বিমানি মোল্লা, জিয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে মোঃ রবিউল হোসেন বলেন, 'দ্রব্য মূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে দেশে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ নেমে আসবে, তাই প্রতিবাদ করতে সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসতে হবে।'