কামারখন্দে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০১:০৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কামারখন্দ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গণতান্ত্রিক পক্রিয়ায় উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়।
কমিটিতে মির্জা আব্দুস সামাদ সভাপতি ও হায়দার আলী সাধারণ সম্পাদক এবং ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
ইউনিয়ন বিএনপি'র প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পক্রিয়ায় দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার জানান, আগামীতে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম জোরদার করার লক্ষ্য নিয়ে, দীর্ঘ দিন পর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হচ্ছে। নীতি আদর্শ নিয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী দল। দেশের মানুষকে নিয়ে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।
এসময় জেলা বিএনপির সিনিয়র নেতারা সহ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।