বগুড়া শহর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়া শহর যুবদলের আওতাধীন ১৩ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন আজ শুক্রবার বিকেলে ষ্টার ভাটা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া শহর যুবদলের আহবায়ক মোঃ আহসান হাবিব মমি। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক মোঃ খাদেমুল ইসলাম খাদেম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।
বগুড়া শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ সুজনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সায়েদুল ইসলাম (সায়েদ), সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের সদস্য সুরুজ্জামান সুরুজ, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, তারিক মজিদ (সোহাগ), সৌরভ হাসান শিপলু, জাহেদ হোসেন, মেহেদী হাসান বাপ্পী ও সাদ্দাম হোসেন, শহর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিল্টন, বাইতুল্যা, রোকন, জাহিদ, রোকন, রাশেদ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, বগুড়ায় বিগত যেকোন সময় জনগনের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভ’মিকা পালন করেছে। বর্তমানেও মামলা হামলা উপেক্ষা করে যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে। কর্মী সম্মেলনের মাধ্যমে তৃণমুল পর্যায় থেকে আরও শক্তিশালী হচ্ছে যুবদল। বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।