নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না - ফজলুল বারী তালুকদার বেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:২৯ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল বলেছেন, দ্রব্যমুল্য না কমালে, দুর্নীতি বন্ধ ও বিদেশে টাকা পাচার, টেন্ডারবাজি, চাঁদাবাজী বন্ধ না হলে এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। আমরা নেতাকর্মী ও গণমানুষকে সাথে নিয়ে এ অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবো।
আজ শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির আওতাধীন নারচী ও ফুলবারী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
নারচী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহিনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ও বগুড়া-১-সারিয়াকান্দি-সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এম আর ইসলাম স্বাধীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সর্বশেষ ধানের শীষের প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল।
সম্মেলনের মাধ্যমে নির্ধারিত হয় আগামী দুই বছরের জন্য নারচি ইউনিয়নের সভাপতি-মো: শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক-মো: মকু মিয়া দায়িত্ব পালন করবেন। অপরদিকে ফুলবারী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে আগামী দুই বছরের জন্য ফুলবারী ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক- এম আর ইসলাম রফিক দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাকির হোসেন বাবলু কাজী, এ্যাডঃ নুরে আযম বাবু, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক সাদেক মোঃ আজিজ লাবলু, পৌর আহবাযক মতিয়ার রহমান মতি, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফুল, পাকুল্যার সাবেক সভাপতি এড হুমায়ুন কবীর, সোনাতলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক লিপন, সোহেল কমিশিনার ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, সাবেক সভাপতি শ্যাামল মাহমুদ প্রমুখ।