ফেনীতে দাবীকৃত চাঁদা না পেয়ে আঃলীগ নেতা সাইফুলের নেতৃত্বে ড্রীম লাইন পরিবহনে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:০৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফেনীতে ঢাকা-বসুরহাট রুটে নতুন আঙ্গীকে উদ্বোধন হওয়া ড্রীম লাইন স্পেশাল পরিবহনে দাবীকৃত চাঁদা না পেয়ে দাগনভূঞা দুধমুখা বাজার কাউন্টারে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।
গতকাল বৃহস্পতিবার বিকালে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী মাদককারবারী, চাঁদাবাজ ও ভূমি দস্যু আঃলীগ নেতা সাইফুল ও পারভেজের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। হামলার সময় ড্রীম লাইন কাউন্টারের আসবাবপত্র তছনছ করে কাউন্টারে রক্ষিত টিকেট বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা লুটে নেয় সন্ত্রাসীরা।
কাউন্টারের সামনে থাকা ঢাকাগামী ড্রীম লাইন পরিবহনের একটি বাস ভাংচুর করে হামলাকারীরা। এসময় বাসের চালক জাহাঙ্গীর, সুপারভাইজার মিলন বাবু ও হেলপার কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে বসুরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘ ২ ঘন্টাব্যাপী এ তান্ডবের সময় সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা। এতে বসুরহাট সড়কে তীব্র যানজটে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থপালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থলে পৌছার পর সন্ত্রাসী সাইফুল তাদের সাথে ঔর্দ্ধুত্বপূর্ণ আচরণ করতে থাকে।
একপর্যায়ে পুলিশ সদস্যরা এ্যাকশানে যাওয়ার আগেই সাইফুল পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এক সময়ে বাসের হেলপার সাইফুল বিগত কয়েকবছর যাবত মাদক কারবার, চাঁদাবাজী ও অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম করে একটি সিন্ডিকেট গড়ে তোলে। মানুষ নানা ভাবে তার সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে হয়রানীর শিকার হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। দীর্ঘদিন মাদক ও অস্ত্র ব্যবসা চালিয়ে সাইফুল আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে সে। কম সময়েই দাগনভূঞার দক্ষিণাঞ্চলের ত্রাস হিসেবে পরিচিতি পায় সাইফুল। ড্রীম লাইন পরিবহনে হামলার বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এব্যাপারে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মফিজূর রহমান ফেনী।