স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার অন্তর্গত ৭ও ১২ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ পিএম, ৩ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪৫ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত মিরপুর থানা দিন ৭ ও ১২নং ওয়ার্ডের কর্মীসভা ৩ রা মার্চ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম রুস্তম আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ।
আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক যুগ্ম-সম্পাদক পদমর্যাদা প্রকৌশলী মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক রায়হান হাসান, মিরপুর থানার যুগ্ম আহ্বায়ক নূরনবী ফরাজী মুক্তার, কে এম ইয়াহিয়া সামী, হারুন-অর-রশিদ জিন্দা, রিপন সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মীসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর পিতা সাবেক পাঁচবারের এম,পি আলহাজ্ব এস,এ,খালেকের আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।