খুলনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি নেতা বকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৩ পিএম, ৩ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ৯নং ওয়ার্ডের মুজগুন্নী আরাফাত আবাসিক এলাকার পার্শ্ববর্তী বস্তিতে গতকাল দুপুরে আকষ্মিক এক অগ্নিকান্ডে ১৮টি পরিবারের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এসকল অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ বৃহঃস্পতিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝেই তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে প্রেরিত নগদ আর্থিক সহায়তা এবং শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন খুলনা মহানগর এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, প্রবীণ বিএনপি নেতা স ম আব্দুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী। আহবায়ক সদস্যঃ শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখি, মুরশিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী শাহনেওয়াজ নিরু, সাবেক মহিলা কাউন্সিলর আনজিরা খাতুন, সাবেক ছাত্রনেতা সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার প্রমুখ।
থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা ভুট্টো, মোঃ সেলিম, মোঃ ইকবাল হোসেন, আঃ হালিম শেখ, ইউসুফ সরদার, মোঃ মোসলেম হাওলাদার, মিজানুর রহমান, ডাঃ মোবাশ্বের হোসেন শ্যামল, লিটন খান, খোদাবক্স কোরাইশী কাল্লু, মশিউর রহমান খোকন, সরদার কামরুল ইসলাম প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবনেতা মাহবুব হোসেন বাবুল, ফজলে বারী লিপন, ইঞ্জিঃ শাহীনউদ্দীন, মঈনউদ্দীন নয়ন, আলমগীর তালুকদার, আব্দুল হাই কালু, নাজমুল হোসেন বাবু, মোঃ আলীম, পেয়ার সুমন, সুমন হাওলাদার, শুভ তালুকদার, অজিয়ার সবুজ, মোঃ হোসেন দবির, সেলিম প্রমুখ।
সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, শাহাবুদ্দীন সাবু, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, মোঃ ওমর প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব কাজী সালমান মেহেদী, যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন মানিক, স্বপন হাওলাদার, মহিউদ্দীন তালিম। সদস্যঃ শাকিল গাজী, আব্দুল্লাহ আল মামুন, পিয়াল হোসেন বাপ্পি, মোঃ সৌরভ প্রমুখ।