দেশকে বিরোধী দলশূন্য করতে নেতাকর্মীদের কারান্তরীণ করা হচ্ছে - বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ পিএম, ৩ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৩৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসত্য ও বানোয়াট মামলায় হবিগঞ্জ জেলা বিএনপি নেতা আইয়ুব আলী, জেলা যুবদল নেতা মোঃ জসিম মিয়া, জিএম নুরুল হক, আব্দুল করিম, মোঃ তোফায়েল মিয়া, মোঃ আব্দুল মান্নান মিয়া, মাহমুদুল হাসান পারভেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল নেতা মোঃ শাহ আলম ও ছাত্রদল নেতা মোঃ শাহ টুটুল গতকাল আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজাকে গতরাতে তার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার বাসায় ভাঙচুর চালিয়েছে। একই সাথে তার বড় ভাই ও ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মজিবর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলায় হবিগঞ্জে নেতাকর্মীদের জামিন নামঞ্জুর এবং শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ককে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন বর্তমান আওয়ামী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এই কর্মসূচি সফল করার লক্ষ্যে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেয়া হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে।
তিনি বলেন, ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় হবিগঞ্জ জেলা বিএনপি নেতা আইয়ুব আলী, জেলা যুবদল নেতা মোঃ জসিম মিয়া, জিএম নুরুল হক, আব্দুল করিম, মোঃ তোফায়েল মিয়া, মোঃ আব্দুল মান্নান মিয়া, মাহমুদুল হাসান পারভেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল নেতা মোঃ শাহ আলম ও ছাত্রদল নেতা মোঃ শাহ টুটুলের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজা ও ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মজিবর রহমানকে গ্রেফতার বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। ক্ষমতাসীনরা বিরোধী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার, তাদের ওপর হামলা, নির্যাতন-নিপীড়ন এবং গুম, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজিকে জাতীয় সংস্কৃতির অংশ করতে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার দেশ শাসনে নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। তবে সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনগণের ক্ষমতা জনগণের নিকট ছেড়ে দেয়া না হলে অবৈধ সরকারের রাজসিংহাসন যেকোন মুহূর্তে দুমড়ে মুচড়ে ফেলবে এদেশের স্বাধীনতাকামী মানুষ। বিএনপি মহাসচিব অবিলম্বে হবিগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। তিনি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়কের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শর্তহীন মুক্তির জোর দাবি করেন।
অপর এক বিবৃতিতে গতরাত ৩টায় নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রতিহিংসাপরায়ণ বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করতে সীমাহীন হিংস্ররূপ ধারণ করেছে। আর এই উদ্দেশ্য পূরণে গুম, খুন, অপহরণ ছাড়াও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের আঘাত আরও তীব্র রূপ ধারণ করেছে। আর এরই ধারাবাহিকতায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতার করা হয়েছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এ ধরনের নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে দেশের জন্য এক অশনি সংকেত। তবে সরকারের ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। পৃথক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতাকে নিষ্কন্টক করতেই দেশব্যাপী জুলুমের রাজত্ব কায়েম করেছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। আমি অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব এর নিন্দা ও প্রতিবাদ : ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজাকে গতরাতে তার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার বাসায় ভাঙচুর চালিয়েছে। একই সাথে তার বড় ভাই ও ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মজিবর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। দুই নেতাকে গ্রেফতারের ন্যক্কারজনক ঘটনায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার করে কারান্তরীণ করা এখন সীমাহীন আকার ধারণ করেছে। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজা এবং তার বড় ভাই ও ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মজিবর রহমানকে গ্রেফতার সেই সীমাহীন মাত্রার আরেকটি নজির।
রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজী শাহ আলম রাজা এবং কাজী মজিবর রহমানকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।