যে কোন মূল্যে রাজপথ দখলে নিতে হবে : নাসিমা আক্তার কেয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২১ পিএম, ৩ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলা দল- ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দল দক্ষিণ এর সদস্য সচিব নাছিমা আক্তার কেয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ধানমন্ডি, যাত্রাবাড়ী, হাজারীবাগ ও লালবাগ থানা মহিলা দলসহ ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের পদ প্রত্যাশী আরো অনেকে মহিলা নেত্রী।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নাছিমা আক্তার বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূণরুদ্ধার এবং বর্তমান ফ্যাসিবাদী সরকার পতনের যে আন্দোলন চলমান আছে সে আন্দোলনকে আরও বেগবান করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রে মা বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসা এবং গণতন্ত্রকে ফিরিয়ে এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো ইনশাল্লাহ। তাছাড়া খুব শীঘ্রই ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সকল থানা ও ওয়ার্ড কমিটিগুলো নতুন করে ঢেলে সাজানো হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর নেতৃত্বে যেকোন আন্দোলন-সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।