মাগুরায় ছাত্রদলের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলায় আহত ২০ আটক ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০০ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাগুরায় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
আজ বুধবার প্রতিবাদ সভায় অংশগ্রহণের কালে মাগুরা ছাত্রদলের উপর ছাত্রলীগ হামলা করে।
এ কর্মসুচিতে পুলিশ এবং ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ, মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তুহিন বিশ্বাস, মাগুরা সদর থানা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন রানা, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান, মোহাম্মাদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছাইফুল ইসলাম সাজু আলী, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর আলী শেখ, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজিব শেখ, ১নং ওয়ার্ড ছাত্রদলের গোলাম রাব্বি, মঘী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রানা, গোপাল গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস শত্রুজিৎপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসাদ শেখ, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারাবী আমিন, দুই জনের আবস্থা আশঙ্কাজনক ফরিদপুর মেডিকেলে রেফাড করা হয়েছে।
প্রোগ্রাম থেকে আটক হয়েছে যে সকল নেত্রীবৃন্দ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. রোকোনুজ্জামান, সদর থানা বি,এনপির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন, মাগুরা জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোঃ ছবির হোসেন, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাওন, জেলা যুবদলের সদস্য মোঃ রুমি, মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল সর্দার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাকের হোসেন, শালিখা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কিবরিয়া।