দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:১৯ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অংশগ্রহণ করেন।
এতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সিনিঃ সহসভাপতি মাহমুদউল্লাহ লিটন, সিনিঃ যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, জেলা ছাত্রদল নেতা কায়েস আহমেদ পল্লব, শফিকুল ইসলাম, জুয়েল আরমান, শরিফ হোসেন মানিক, মুরাদ হাসান, নাজমুল, ওমর ফারুক, জেনি, সাঈদ রেজা, শাহাদাত, রিয়াদ আহমের, শাকিল আহমেদ, মনির হোসেন, আঃ রহমান মুন্না, সুমন, মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাওন শাকিল, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাহিদ হাসান ভুইয়া, সদস্য সচিব মাসুম বিল্লাহ, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভুইয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়ের রহমান জিকু, সদস্য সচিব মোবারক হোসাইন, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, তারাবো পৌরসভার আহবায়ক রাজিব হাসান, সদস্য সচিব নাবির প্রধান, কাঞ্চন পৌরসভার সদস্য সচিব তন্ময় হাসান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী।