শেরপুরে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
সার্চ কমিটির নামে জনগণের সঙ্গে তামাশা করেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যে সার্চ কমিটির ধারাবাহিকতায় একটি নির্বাচন কমিশন লক্ষ্য করছি সেটা একেবারেই জনগণের সাথে তামাশা, কারণ আগেও ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটির নাটক দেখেছি আমরা এবং এই সার্চ কমিটি দিয়ে রকিব মার্কা, হুদা মার্কা কমিশনও আমরা দেখেছি। সুতরাং এর বাইরে নতুন কিছু হবে বলে আমরা মনে করি না। এসব কমিশন করে কোন লাভ নেই, যদি না সরকারে কোন নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক একটা সরকার থাকে। সরকারে যদি হাসিনা সরকার বসে থাকে, দলীয় সরকার বসে থাকে, তার অধীনে কোনভাবেই এদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
আজ বুধবার বিকালে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবীতে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হহক রুবেলের সভাপতিত্বে শহরের নওহাটা খোয়ারপাড় মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. জহিরুল হক সাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল হক লাভলু, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন প্রমুখ।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমরা আওয়ামী লীগের মতো লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে মৃত মানুষের উপর উঠে নৃত্য করার মতো পৈশাচিক আন্দোলন করিনা। আমরা গণতান্ত্রিক উপায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছি এবং আন্দোলনের মধ্যেই আছি। গত ১৩বছর ধরে আমরা আওয়ামী সরকারের নানা জুলুম সহ্য করে মাঠে আছি, জনগণের সাথেই আছি। জনগণের ন্যায্য দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে আমরা জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। কিন্তু জণসম্পৃক্ত ইস্যু নিয়ে এই শান্তিপূর্ণ আন্দোলনেও দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের গুন্ডাবাহিনী আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করেছে।
তিনি আরও বলেন, এই দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগের অধীনে দেশের কোন নির্বাচনই কখনো সুষ্ঠু হয়নি। সুতরাং এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোন প্রশ্নই উঠে না।