দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দূর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ট - বুলবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩০ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০৫ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও সরকারের লাগামহীণ দূর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ট হয়েগেছে। মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে শেখ হাসিনার সরকার। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তবে এই পরিস্থিতি আর বেশি দিন মানুষ সহ্য করবে না। সাধারণ মানুষই এই সরকারের পত ঘটাব, সেই সময় আর বেশি দূরে নয়।
আজ বুধবার দুপুরে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দূর্নিতির প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট সদর থানার মোড়ে বিএনপি কার্যালয়ে বাগেরহাট জেলা বিএনপি'র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক আনোয়ার হোসেন রয়েল, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য-সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রিয় কমিটির সদস্য সেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা লালন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফরাজী মনিরুল ইসলাম, মংলা পৌর সভার সাবেক মেয়র শেখ জুলফিকার আলী, শেখ হাফিজুর রহমান তুহিন, আব্দুল হালিম খোকন, জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
বক্তারা বলেন, দেশে একধরণের অরাজকতা চলছে। প্রতিদিন কোন না কোন পন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কোন কারণ ছাড়া। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা পড়েছেন। শেখ হাসিনার সৈরাচারি আচারণে দেশ থেকে গনতন্ত্র বিদায় নিয়েছে। এভাবে দেশ চলতে পারে না। অতি দ্রুত তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম না কমালে আরও বড় আন্দোলনের মাধ্যমে সরকারের পত ঘটানো হবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।