নিত্যসামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারী জেলা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৩ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নিত্যসামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী দল(বিএনপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাবেক সাংসদ, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দলের নির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল খায়ের ভূইয়া ও প্রধান বক্তা হিসেবে দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগীয়) আব্দুল খালেক বক্তব্য রাখেন।
পৌর মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান(দুলাল), কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সীমা পারভীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আযমসহ দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।