পলাশে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০২ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পলাশে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বিগত একমাস যাবত এই কম্বল বিতরণ করা হয়।
পলাশ উপজেলার বিএনপির প্রচার সম্পাদক জানান, পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের অর্থায়নে, পলাশ উপজেলার জিনারদী, চরসিন্দুর, ডাঙ্গা, পাঁচ দোনা, আমদিয়া, মেহের পাড়া ইউনিয়ন সহ ঘোড়াশাল পৌর সভায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত করে পৃথক পৃথক ভাবে মাস ব্যাপি কম্বল বিতরণ করা হয়। ড. আব্দুল মঈন খানের পিতা মরহুম মোমেন খান ও মাতা খোরশেদা বেগম এর কবর জেয়ারত করে এ কম্বল বিতরণ কর্মসূচী শুরু করা হয়।
পলাশ উপজেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলার বিএনপির সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন জনি, এড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, ঘোড়াশাল পৌরসভার সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক জননেতা মোঃ নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, গজারিয়া ইউনিয়ন বিএনপি নেতা সবুজ মৈশাল, ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জামান, জিনারদী বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি এম.এ. সাত্তার, সিনিয়র সহ সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজরু রহমান বাবু, সহ-সভাপতি সাহরুরিয়াল ইসলাম শাকু, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিসতি, উপজেলা যুবদলের সভাপতি নেছার আহাম্মেদ খান, ঘোড়াশাল পৌরসভা যুবদলের সভাপতি মোমেন মোল্লা, সাধারণ সম্পাদক ইউসুফ বীন শাহিন, সাংগঠনিক সম্পাদক পিন্টু, ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা বাগমার আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভূঁইয়া, মাজহারুল ইসলাম সেতু, পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. বাছেদ, সাধারণ সম্পাদক কাউসার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ, ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া। পলাশ উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাক আহাম্মেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন, সাবেক পলাশ শিল্পাঞ্চল ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, সাংগঠনিক সম্পাদক জননেতা মাসুদ খান, পৌর ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল, পলাশ উপজেলা মহিলা দলের সভাপতি কলি বেগম, পলাশ উপজেলা কুষক দলের সভাপতি আবু ফয়েজ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন, ঘোড়াশাল পৌরসভা কৃষক দলের সভাপতি লোকমান সহ পলাশ উপজেলার ও ঘোড়াশাল পৌরসভার প্রত্যেক ইউনিটের নেতাকর্মীরা।
আজ বুধবার (২ মার্চ) চৈনগরদী বিএনপি কার্যালয়ের কম্বল বিতরণ করে মাস ব্যাপি কর্মসূচি এই বৎসরের জন্য স্থগিত করা হয়।